দাম্পত্য জীবন আল্লাহর নিদর্শন। এ জীবনে সুখী হওয়ার জন্য ইসলামের নির্দেশনা মান্য করার গুরুত্ব অনেক। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা সংসার জীবনের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এবং প্রিয়নবী (সা.) নিজের জীবনে তার সুন্দর বাস্তবায়ন ঘটিয়েছেন। আল্লাহতায়ালা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘আর এক নিদর্শন হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য রয়েছে অনেক নিদর্শন।’
দাম্পত্য জীবনের অর্থ নারী-পুরুষের দুটি আলাদা জীবনকে শরিয়ত নির্দেশিত পন্থায় একটি স্রোতে প্রবাহিত করা। তাই একসঙ্গে চলার পথে সুখ-শান্তি পেতে হলে প্রথমেই বর-কনে নির্বাচনকে গুরুত্ব দিতে হবে। রাসুল (সা.) কনে নির্বাচনের ক্ষেত্রে চারটি গুণের কথা উল্লেখ করেছেন। বিয়ের ক্ষেত্রে বর-কনের জন্য এই চার গুণের সমতাও খুবই গুরুত্বপূর্ণ। ইরশাদ হচ্ছে, ‘তোমরা চার গুণ দেখে মেয়েদের বিয়ে করো ঐশ^র্য, আভিজাত্য, সৌন্দর্য ও ধার্মিকতা। এরপর ধার্মিকতাকে অগ্রাধিকার দাও, নতুবা ক্ষতিগ্রস্ত হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৫০৯০)