বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার কমতে শুরু করেছে। গতকাল মঙ্গলবার তেলের দাম ৪ শতাংশের বেশি কমেছে। ফলে তেলের দাম এখন জুলাইয়ের শেষভাগের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, চীনের অর্থনীতি নিয়ে মিশ্র সংবাদ আর ওপেকের তেল রপ্তানি বেড়ে যাওয়ায় বাজারের ভীতি কিছুটা দূর হয়েছে। সেই সঙ্গে ডলার শক্তিশালী হয়েছে।