বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসন্ন আগামী উপজেলা পরিষদ নির্বাচন,আদিতমারী। সাপ্টীবাড়ীর অভিভাবক। সাপটিবাড়ী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান। সাপটিবাড়ী ডিগ্রী কলেজ, প্রভাষক। বাংলাদেশ আওয়ামী লীগ। আদিতমারী উপজেলা শাখা, সাধারণ সম্পাদক। হাজারো মানুষের আস্তাভাজন,সৎ, যোগ্য, গরিব, মেহনতি মানুষের উন্নয়ন রূপকার। জনাব, মো:রফিকুল আলম -কে, আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে -পদপ্রার্থী -হিসাবে দেখিতে চাই।
সৌজন্য :সততা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ । পলাশী বাজার, আদিতমারী, লালমনিরহাট।