বিসমিল্লাহির রাহমানির রাহিম
পলাশী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল।
তারিখ :২৪ ফেব্রুয়ারি ২০২৪। রোজ: শনিবার। সময় :বাদ আসর হইতে।
প্রধান আলোচক :
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাচ্ছেরে কুরআন ও সংগীতশিল্পী, জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল হুসাইনী সাহেব। খতিব, পাগলা পীর কেন্দ্রীয় জামে মসজিদ, পাগলা পীর, রংপুর।
দ্বিতীয় আলোচক :
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মোফাচ্ছেরে কুরআন
হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ মাহমুদী
খতিব :পার্বতীপুর কেন্দ্রীয় জামে মসজিদ, পার্বতীপুর, দিনাজপুর।
প্রধান অতিথি :
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ, এম,পি। সাবেক মন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি :
জনাব মোঃ রফিকুল আলম
সহকারি অধ্যাপক সাপটিবাড়ি ডিগ্রী কলেজ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, আদিতমারী উপজেলা শাখা। অন্যান্য অতিথি বৃন্দ।
সার্বিক সহযোগিতায় :জনাব মোঃ আব্দুল মান্নান মেম্বার জমিদাতা ও সাবেক সভাপতি, অত্র মাদ্রাসা ।
প্রচারে :মো: আতিকুর রহমান (রানা)
(বিশিষ্ট ব্যবসায়ী, পলাশী বাজার)
জনাব মোঃ লুৎফর রহমান
সভাপতি, অত্র মাদ্রাসা।
আরোজগুজার :
মাহফিল এন্তেজামিয়া কমিটি
পলাশী বাজার, আদিতমারী, লালমনিরহাট।