আসন্ন অদিতমারী উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে। সকলেরই সু পরিচিত মুখ,বাংলাদেশ আওয়ামী লীগ, আদিতমারী উপজেলা শাখা, সাধারণ সম্পাদক। হাজারো মানুষের আস্থাভাজন, সৎ, যোগ্য, বলিষ্ঠকন্ঠস্বর, গরিব ও মেহনতী মানুষের শুভাকাঙ্ক্ষী।
সহকারী অধ্যাপক, জনাব মোঃ রফিকুল আলম।
আনারস প্রতীক নিয়ে নির্বাচনী প্রচালনা চালিয়ে যাচ্ছেন।
পলাশী ইউনিয়নের। দক্ষিণ তালুক পলাশী গ্রাম, চওড়াটারী হরি মন্দির, পূর্ব তালুকপলাশী কাছারির পাড় জামে মসজিদের মাঠ সহ বিভিন্ন স্থানে প্রচারনা ও সৌজন্য সাক্ষাৎ করেন, সকল শ্রেণী পেশার মানুষের সঙ্গে। সবার মুখে একই কথা আলম সাহেব যোগ্য নেতা।
মঙ্গলবার সারাদিন, আনারস মার্কায় ভোট দিন। ইনশাআল্লাহ, জয় হবে রফিকুল আলমের, জয় হবে আনারসের। জয় হবে সাধারন জনগণের আনারস।